ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘লুমিয়া ৫৫০’এ উইন্ডোজ ১০

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
‘লুমিয়া ৫৫০’এ উইন্ডোজ ১০ ছবি: সংগৃহীত

আসছে ৬ অক্টোবর মোবাইল ডিভাইস নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির নিত্য নতুন পরিকল্পনা জানার প্রতি যাদের দূর্বলতা বেশী তাদের সকলেরই চোখ এখন অনুষ্ঠেয় ইভেন্টিতে।

দিনটি প্রায় নিকটে এরপরও ভক্ত, শুভাকাঙ্খীদের চমকজাগানো তথ্য দিয়ে উত্তেজনা বাড়াতে তথ্য ফাঁসকারী সুত্র নতুন ছবি ছড়িয়ে দিয়েছে অনলাইনে।

যে কারণে খবরের পাতায় এটি বেশ উল্লেখযোগ্য করে প্রকাশিত হচ্ছে।

তথ্য মতে, আসন্ন লুমিয়া ৫৫০ বাজেট শ্রেণীর হ্যান্ডসেটটির প্রকাশিত ছবিগুলোতে এর ডিসপ্লে স্পষ্ট করেছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম বৈশিষ্ট্যটি।
খুব শীঘ্রই ঘোষণা হতে যাওয়া হ্যান্ডসেটটি সাদা, কালো, নীল এবং লাল রঙে আসছে।

বলা হচ্ছে, লুমিয়া ৯৫০, লুমিয়া ৯৫০ এক্সএল এর তথ্যের পর এবার লুমিয়া ৫৫০’র তথ্য হাতে এলো। ৬ অক্টোবরের ইভেন্টে যেটি ঘোষণা করবে সফটওয়্যার জায়ান্ট এমন আশা প্রযুক্তি অঙ্গনের লোকজনের।

এ বিষয়ে আরো বলা হয়েছে, শুধুমাত্র প্রদর্শিত ফ্রন্ট ফেসিং ইমেজ সংক্রান্ত তথ্য নয় এ বাদেও আছে ৫৫০ এর হার্ডওয়্যারের খবর। প্রযুক্তিবিদরা এর বাহিরাংশ দেখেই নিশ্চিত করছে এটা মটোরোলা ‘মটো ই’ এর প্রতিদ্বন্দী হয়ে আসছে যেটা কাজ করে হুবুহ বৈশিষ্ট্যে। কিন্তু মটো-ই’তে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২০০ রয়েছে।

হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য অনুযায়ী, হ্যান্ডসেটটিতে থাকছে ৪.৭ ইঞ্চি আকৃতির অ্যামোলেড প্রযুক্তির ডিসপ্লে। ভেতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ যার গতি ১.১ গিগাহার্জ সঙ্গে ১ জিবি ৠাম। এর ক্যামেরা পার্টটি ৫ মেগাপিক্সেলের ব্যাক এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে গঠিত। এছাড়া ফোরজি এলটিই ব্যান্ড সহ যাবতীয় বৈশিষ্ট্য কার্যকর করতে আছে ১৯০৫ এমএএইচ ব্যাটারি।

বিশেষজ্ঞদের মতে, নতুন কোনসব ডিভাইসের কাজ সম্পন্ন করেছে সফটওয়্যার জায়ান্ট পৃথিবী সত্যিই এখন এটাই জানার অপেক্ষায়। যেগুলোর নকশা একেবারে গোড় থেকে করা হয়েছে উইন্ডোজ ১০ এর অভিজ্ঞতা দিতে।

তবে, হ্যান্ডসেটটির সরবরাহ কার্যক্রম যখন প্রতিষ্ঠানের ফ্ল্যাগশীপ হিসেবে আসবে তখনই কৌতুহলীদের আশা মিটবে। কেননা বেশ অনেক দিন উইন্ডোজ ফোনের ভক্তদের নতুন হ্যান্ডসেট হাতে আসেনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।