ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোম্যাক্স’র মতো ফুল-এইচডি টিভি ইনটেক্সের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
মাইক্রোম্যাক্স’র মতো ফুল-এইচডি টিভি ইনটেক্সের ছবি: সংগৃহীত

৪৩ ইঞ্চি আকারের ফুল এইচডি লেড টিভি বাজারে এনেছে ইনটেক্স। ভারতীয় রুপিতে টিভিটির দাম ৩২ হাজার রুপি।



বাজার বিশ্লেষকরা বলছে, ইনটেক্সের নতুন লেড-৪৩০০ এফএইচডি টিভি সম্প্রতিকালে উন্মুক্ত মাইক্রোম্যাক্সের টিভির সাথে বেশ শক্ত প্রতিদ্বন্দীতায় যুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছে। তবে পণ্য দুটির মধ্যে অনেকটা মিল থাকলেও মাইক্রোম্যাক্স টিভির মূল্য তুলনামূলক কম।

অতি সম্প্রতি ভারতীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ইনটেক্স প্রকাশিত লেড-৪৩০০ এফএইচডি টিভিতে অন্তর্ভূক্ত চম‍ৎকার কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন ব্যবহারকারীরা বিনোদন নিতে দীর্ঘক্ষণ এর পর্দায় চোখ রাখলেও কোনো ব্যাথা অনুভব বা অসুবিধাবোধ করবেনা। আর এ সুবিধাটি দেবে এতে বিল্ট ইন আই সেফ টি-মেট্রিক্স।

আকর্ষনীয় অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে পাওয়া যাবে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল, পাওয়ার সেভ ফেসিলিটি, ৮ মিলি সেকেন্ডের দ্রুত রেসপন্স টাইম, ডিজিটাল নয়েজ ফিল্টার এবং আইসেফ টি-মেট্রিক্স। এগুলোকে নতুন এবং সহসা তৈরিকৃত ফিচারের সমন্বয় বলে মনে করা হচ্ছে।

বিশেষ আরেকটি সুবিধা ‘পাওয়ার সেভ ফেসিলিটি’ যা কম পাওয়ার খরচের জন্য সহায়ক। ইকো-ফ্রেন্ডলি বা পরিবেশের সাথে যথাযথভাবে মানানসই করার উপযোগী এই টিভির আসপেক্ট রেশিও ১৬:৯ এবং ১০৮০ বাই ১৯২০ রেজ্যুলেশন।

প্রতিষ্ঠানের দাবি এতে সর্বোচ্চ ব্রাইটনেস রয়েছে এবং এর দুটি স্পিকার ১০ডব্লিউ পর্যন্ত সাউন্ড তৈরি করে চারিদিকে ছড়িয়ে দিতে পারে। মনকাড়া অবয়বের এই টিভিতে বিভিন্ন ধরনের সংযোগ সুবিধায় পাওয়া যাবে আরএফ, এইচডিএমআই, এভি ইন, এভি আউট, পিসি অডিও এবং এয়ারফোন জ্যাক। এগুলো ছাড়াও আছে দুটি ইউএসবি পোর্ট যা ফুল এইচডি ভিডিও চালাতে সক্ষম।

উভয় প্রতিষ্ঠানের টিভি দুটিকে সাদৃশ্য বলা হলেও মাইক্রোম্যাক্স টিভিতে দাম বাদেও সর্বোচ্চ ব্রাইটনেস এবং ব্লুটুথ সংযোগ সুবিধা পাওয়া যাবে যা ইনটেক্সে নেই।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।