ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যান্ডউইথের দাম কমাল বিটিসিএল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ব্যান্ডউইথের দাম কমাল বিটিসিএল

ঢাকা: ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনর্নির্ধারণ করেছে বিটিসিএল। ব্যান্ডউইথ চার্জ মাসিক প্রতি এমবিপিএস’র জন্য সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ দাম গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়।
  
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।  

তথ্য বিবরণীতে বলা হয়, বিটিসিএল’র আই আই জি, আই এস পি, আই টি সি, নিক্স, ডাটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ চার্জ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
 
মাসিক ব্যান্ডউইথ চার্জ প্রতি এমবিপিএস’র জন্য সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এ চার্জে উচ্চহারে ব্যান্ডউইথ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে।
 
এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিসিএল’র ওয়েবসাইট www.btcl.gov.bd  এ লগইন করতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময় : ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।