ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য প্রযু‌ক্তি বিতর্ক উৎসবের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
তথ্য প্রযু‌ক্তি বিতর্ক উৎসবের যাত্রা শুরু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

ঢাকা: জাতীয় তথ্য প্রযু‌ক্তি বিতর্ক উৎসবের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্প‌তিবার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআই‌পি লাউঞ্জে উৎসবের উদ্বোধন ও প্রেস‌ বি‌ফ্রিংয়ের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্র‌তিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের ৭০ ভাগ তরুণ নতুন আই‌ডিয়া নিয়ে আসে। দেশের প‌লি‌সি তৈরিতে তাদের অংশগ্রহণ দরকার।

তি‌নি বলেন, ‌বিতর্কের সব বিষয় হবে প্রযু‌ক্তি ‌নির্ভর। তরুণ বিতা‌র্কিকদের বিতর্কের আই‌ডিয়াগুলো গবেষণা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

‌বি‌ফ্রিংয়ে ‌তি‌নি জানা‌ন, দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে আঞ্চ‌লিক প্র‌তিযো‌গিতা হবে।

এতে অংশ নেবে ১৩০টিরও বে‌শি বিশ্ব‌বিদ্যালয় ও কলেজের ৪শতা‌ধিক ‌বিতা‌র্কিক।

দুই মাসব্যাপী চলবে এই প্রতিযো‌গিতা। পুরো প্র‌তিযো‌গিতায় দেশের ৫ হাজার তরুণ সম্পৃক্ত হবে।

তথ্য যু‌ক্তি প্রযু‌ক্তি স্লোগানে এ বিতর্ক আয়োজক প্র‌তিযো‌গিতার বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ক্যাম্পাসটুকে‌রিয়ারটোয়ে‌ন্টিফোরডটকম। সহযো‌গিতায় রয়েছে একাত্তর টি‌ভি, এন‌জিও অক্সফামসহ ৮টি প্র‌তিষ্ঠান।

বিতর্কে জাতীয়ভাবে চ্যা‌ম্পিয়ন দল পাবে ৩‌টি ম্যাকবুক।

প্রত্যেক বিতা‌র্কিক এক‌টি পেনড্রাইভ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ উপহার হিসেবে পাবেন।

রানার্সআপ দল পাবে ৩টি আইফোন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণাল‌য় সম্প‌র্কিত স্থা‌য়ী ক‌মি‌টির সদস্য না‌হিম রাজ্জাক এমপি।

এতে সভাপ‌তিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযু‌ক্তি বিভাগের স‌চিব শ্যামসুন্দর শিকদার।

বিতর্কের রূপরেখা তুলে ধরেন ক্যাম্পাস টু কে‌রিয়ার-এর নির্বাহী সম্পাদক অঞ্জুলি সরকার ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপ‌তি সঞ্জীব সাহা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।