ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইয়াহুতেই ব্যবহার করুন জিমেইল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ইয়াহুতেই ব্যবহার করুন জিমেইল

ঢাকা: ইয়াহু মেইল ও জিমেইলে আলাদা অ্যাকাউন্টধারীদের দু’টি অ্যাকাউন্ট ব্যবহার করার প্রয়োজন নেই। এখন থেকে একটি মেইল ব্যবহার করেই উপভোগ করতে পারবেন সব ‍ সুবিধা।



জিমেইল অ্যাকাউন্টধারীরা তাদের ইয়াহু মেইল ব্যবহারের মাধ্যমেই দু’টি মেইলের এ সুবিধা উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে ইয়াহু তার সার্ভারের সাপোর্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা জিমেইল ও গুগল অ্যাপস সাপোর্ট করবে। এর ফলে ইয়াহু মেইল ব্যবহারকারী সংখ্যা বাড়বে বলে আশা প্রতিষ্ঠানটির।

এর ম্যধামে জিমেইল অ্যাকাউন্টধারীরা সার্চ, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কম্পোজসহ প্রয়োজনীয় কাজ করতে পারবেন বলে নিশ্চিত করেছে ইয়াহু। শুধু তাই নয়, নতুন করে পাসওয়ার্ড দেওয়া ছাড়াই এর মাধ্যমে ব্যবহারকারীর ইয়াহু অ্যাকাউন্টেও যেতে পারবেন।

এদিকে ইয়াহু মেইলের সঙ্গে জিমেইলের এ সংযোগ ইন্ডাস্ট্রিতে ‘প্রতিদ্বন্দ্বী’ প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   

নতুন এ ফিচারটি ডেক্সটপের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেট ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।