ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিযোগাযোগ বিভাগে যাচ্ছেন জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
টেলিযোগাযোগ বিভাগে যাচ্ছেন জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এই বিভাগের বিভিন্ন কর্মসূচির অগ্রগতির পার্যালোচনা সভায়ও যোগ দেবেন প্রধানমন্ত্রী পুত্র।


 
টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
 
এর আগে, গত ২১ অক্টোবর টেলিযোগাযোগ বিভাগে এসে মোবাইল সিমকার্ড নিবন্ধনে বায়োমেট্রিক্স পদ্ধতির উদ্বোধন করেন জয়। বুধবার (১৬ ডিসেম্বর) সারাদেশে এ পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
 
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।