ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্যোশাল নেটওয়ার্ককে ইতিবাচক মনে করেন ৭৫.৬% বাংলাদেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
স্যোশাল নেটওয়ার্ককে ইতিবাচক মনে করেন ৭৫.৬% বাংলাদেশি

ঢাকা: স্যোশাল নেটওয়ার্কিং সার্ভিস (এসএনএস) প্রাত্যহিক জীবনে আনেক ইতিবাচক ভূমিকা পালন করে বলে মনে করেন ৭৫ দশমিক ৬ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। আর ৬ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারীর মতে এসএনএস প্রাত্যহিক জীবনের জন্য নেতিবাচক।



সম্প্রতি সাত হাজার ৩৯৫ জন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশিদের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্বের শীর্ষ থার্ড পার্টি মোবাইল ব্রাউজার (স্ট্যাটকাউন্টারের তথ্যানুযায়ী) ইউসি ব্রাউজার।

জরিপে অংশ নেয়া ৮৫ দশমিক ১ শতাংশ বাংলাদেশির মতে দেশের সবচেয়ে জনপ্রিয় এসএনএস হচ্ছে ফেসবুক। ৭০ শতাংশের বেশি স্যোশাল নেটওয়ার্কিং ব্যবহারকারী প্রতিদিন ১ ঘণ্টার বেশি এসএনএস ব্যবহার করেন যারা হেভি ইউজারের অন্তর্ভুক্ত।

ইউসি ব্রাউজার এক বিজ্ঞপ্তিতে জানায়, অন্যান্য অ্যাপস ও ব্রাউজারের তুলনায় বেশিরভাগ ব্যবহারকারী ইউসি ব্রাউজারে স্যোশাল নেটওয়ার্ক ব্যবহার করে। দ্রুততর ফেসবুক সার্ফিং, ফটো আপলোডিং, রিয়েলটাইম ফেসবুক নোটিফিকেশন ইত্যাদির মাধ্যমে আকর্ষণীয় স্যোশাল ফিচার প্রদান করায় ৮০ শতাংশ মানুষের পছন্দ ইউসি ব্রাউজার।

‘ব্যক্তিগত পরিচয়ের চেয়ে অনলাইন সম্পর্ক কম গুরুত্বপূর্ণ নয়। অর্ধেকের বেশি ফেসবুক ব্যবহারকারীর ৩০০ জনের বেশি বন্ধু রয়েছে। প্রতি ১০ জনে ৬ জন ব্যবহারকারী অনলাইন বন্ধুদের সাথে সরাসরি দেখা করেন। ’
 
এতে আরও বলা হয়, প্রোফাইল পিকচার নতুন বন্ধু বানাতে সহায়তা করে। ৮০ শতাংশ স্যোশাল নেটওয়ার্ক ব্যবহারকারীর মতে ফেসবুক প্রোফাইল পিকচার গুরুত্বপূর্ণ।  

ফেসবুকের ঘনিষ্ঠ বন্ধু বোঝাতে ইউসি ব্রাউজার প্রবর্তিত নুতন শব্দ ‘ফ্রেন্ড বেস্ট’  শব্দটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে অনন্য প্রযুক্তি প্রদানই নয়, দেশে ইউসি ব্রাউজারের জনপ্রিয়তার পেছনে রয়েছে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণের সুযোগ।

ইউসি ওয়েব ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর কেনি ইয়ে বলেন, বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক বাজার, এখানকার চলমান অগ্রগতিতে আমরা গর্বিত। ক্রমাগত আমাদের পণ্যের উন্নয়ন এবং বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় সেবা প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে যাব। শিগগিরই আসছে বিশ্বের প্রথম বাংলা ব্রাউজার।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।