ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন নিবন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, ডিসেম্বর ১৬, ২০১৫
ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন নিবন্ধন তারানা হালিম

ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল ফোন নিবন্ধনের জন্য বিটিআরসি নির্দেশনা দেবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে মোবাইল সিমকার্ড নিবন্ধনে আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির উদ্বোধনকালে একথা জানান প্রতিমন্ত্রী।


 
তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে গ্রাহকের হাতের মোবাইল ফোনটিও রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য নির্দেশনা দেবে বিটিআরসি।  
 
বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী এসময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।