ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মৌলভীবাজারে ওলো ফোরজির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
মৌলভীবাজারে ওলো ফোরজির উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারে ইন্টারনেট সেবাদানকারী নেটওয়ার্ক ওলো ফোরজির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রেস্টইন হোটেলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ওলো ফোরজির মৌলভীবাজার শাখার ডিস্ট্রিবিউটর মনসুর আহমদের সভাপতিত্বে ও তানিয়া আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অফ কর্মাশিয়াল ডিভিশন নিয়াজ মাহমুদ ও প্রধান বিক্রয় ব্যবস্থাপক মাহবুবুর রহমান খান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা,  ডিসেম্বর ২৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।