ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শীর্ষে ‘লাইক’ বাটন, নতুন ইমোজিতে অনাগ্রহ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
শীর্ষে ‘লাইক’ বাটন, নতুন ইমোজিতে অনাগ্রহ

ঢাকা: কোনো বিষয়ে ‘অনুভূতি’ জানাতে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক দুই মাস আগেই নতুন ৫টি ইমোজি চালু করেছে। কিন্তু নতুন এসব ইমোজির প্রতি বিশ্বব্যাপী ১৬০ কোটি ব্যবহারকারীর আগ্রহ খুবই কম বলে এক পরিসংখ্যানে উঠে এসেছে।

পরিসংখ্যানে দেখা যায়, ‘অনুভূতি’ জানানোর ইমোজিগুলোর মধ্যে এখনও সবার উপরে রয়েছে ‘লাইক’ বাটন। যেকোনো বিষয়ে শতকরা ৭৬.৪ শতাংশ ব্যবহারকারীর পছন্দ এ বাটন। এছাড়া শতকরা ১৪ ব্যবহারকারী ফেসবুকে পোস্ট শেয়ার করেন ‍এবং ৭.২ শতাংশ ব্যবহারকারী কমেন্ট দিয়ে থাকেন।

উল্লেখযোগ্য বিষয় এই, নতুন ৫টি ইমোজি দুই মাস আগে যুক্ত হলেও মাত্র ২.৪ শতাংশ ব্যবহারকারী এগুলোর মাধ্যমে তাদের ভাব আদান প্রদান করেছেন। বিষয়টিকে নতুন ইমোজির প্রতি ব্যবহারকারীদের অনাগ্রহ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এক লাখ ত্রিশ হাজার ফেসবুক পোস্টের ওপর চালানো এক গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে জার্মানির একটি প্রতিষ্ঠান।

গবেষণায় দেখা যায়, নতুন ইমোজিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৫১ শতাংশ ব্যবহার হয়েছে ‘লাভ’।

মজার বিষয় হলো, ফেসবুক তার ব্যবহারকারীদের ভিডিওর প্রতি আগ্রহ তৈরি করতে ব্যাপক চেষ্টা চালালেও ভিডিওর চেয়ে ছবিতেই লাইকের সংখ্যা বেশি পড়ছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।