ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ মেলায় সেলফি স্টিক কেনার হিড়িক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ল্যাপটপ মেলায় সেলফি স্টিক কেনার হিড়িক ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলায় সেলফি স্টিক কেনার হিড়িক পড়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে মধ্যবয়স্করা পর্যন্ত কিনে নিচ্ছেন এই ‘জাদুর’ স্টিক!

শুক্রবার (১৩ মে) ও শনিবার (১৪ মে) মেলার প্রথম ও দ্বিতীয় দিনে লক্ষ্য করা গেছে, যারাই আসছেন প্রায় সবাই সেলফি স্টিক নেড়ে-চেড়ে দেখছেন।

কেউবা আবার নিজের ফোনে কায়দা মতো লাগিয়ে ফটোও তুলে নিচ্ছেন। এতে না কিনেও তোলা যাচ্ছে ছবি, তবে কেনার সংখ্যাও কম নয়।
 
বিক্রেতারা জানিয়েছেন, ইতোমধ্যে তারা যতো স্টিক এনেছিলেন তা ফুরিয়ে গেছে। মেলায় বিক্রি করতে হলে আবার আনতে হবে।

তাদের মতে, সেলফি স্টিক দামে কম। এছাড়া স্মার্ট-ফোন থাকায় সবাই নিজের বা গ্রুপ ছবি তুলতে পছন্দ করেন, তাই যারাই মেলায় আসছেন তারাই এ স্টিকের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। কিনছেন।
মেলায় গ্যাটগেট গ্যাঙ সেভেন স্টলের বিক্রয়কর্মী স্বপ্নিল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা ২শ’টির মতো সেলফি স্টিক এনেছিলাম। ৩শ’ টাকা দরে সবগুলো বিক্রি হয়ে গেছে। এখন শেষদিনে বিক্রির জন্য নতুন করে আবার স্টক থেকে আনতে হচ্ছে।
 
এদিকে, ডিএক্স জেনারেশন প্রতিষ্ঠানের কর্ণধার লিটন বিশ্বাস বলেন, মেলায় ল্যাপটপের সঙ্গে আনুষঙ্গিক পণ্য হিসেবে ইন্টারনেট সিকিউরিটি, ব্যাটারি ব্যাকআপ, পোর্টেবল হার্ডডিস্ক, সেলফি স্টিক, ইউএসবি ফ্যান, লাউড স্পিকার, হেড-সেট প্রভৃতিও বিক্রি হচ্ছে। তবে হালকা পণ্য হিসেবে সেলফি স্টিকের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল বেশি।

তিনি জানান, তাদের প্রায় ৪শ’ সেলফি স্টিক বিক্রি হয়েছে। এগুলোর মধ্যে ব্লুটুথ সুবিধাসম্পন্ন স্টিক ৫শ’ টাকায়, আর তার সংবলিতগুলো ৪শ’ টাকায় বিক্রি হয়েছে।

বিআইসিসি’র কার্নিভাল ও হারমুনি হলে দেশের ১৭তম ল্যাপটপ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার। এতে মোট ৫৪টি স্টল ল্যাপটপসহ আনুষঙ্গিক পণ্যের পসরা সাজিয়েছে। রোববার (১৫ মে) রাত ৮টায় পর্দা নামবে ল্যাপটপ মেলার।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।