ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিপি’র নারীবান্ধব পরিবেশের প্রশংসা প্রতিমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
জিপি’র নারীবান্ধব পরিবেশের প্রশংসা প্রতিমন্ত্রীর

ঢাকা: গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে নারীকর্মীদের জন্য একটি সহায়ক কর্মস্থল গড়ে তুলতে গ্রামীণফোনের প্রচেষ্টা ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতা সমর্থনকারী নীতিমালার প্রশংসা করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২৬ মে) গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপিহাউজ পরিদর্শন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি।

প্রতিষ্ঠানটির নারীবান্ধব বিভিন্ন উদ্যোগ ও নীতি সম্পর্কে ধারণা অর্জন করেন প্রতিমন্ত্রী বলেও জানানো হয়েছে।

“তিনি গ্রামীণফোনের একদল নারীকর্মীর সাথে কথা বলেন এবং একটি সহায়ক কর্মস্থল গড়ে তুলতে গ্রামীণফোনের প্রচেষ্টা ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতাকে সমর্থনকারী নীতিমালার প্রশংসা করেন”।

প্রতিমন্ত্রীকে কোম্পানির অত্যাধুনিক ডে-কেয়ার সেন্টারসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ইয়াসির আজমান, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।