ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লেনোভোর নতুন চার ফোন আনলো স্মার্ট টেকনোলজিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ৪, ২০১৬
লেনোভোর নতুন চার ফোন আনলো স্মার্ট টেকনোলজিস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আধুনিক ও যুগপোযোগী চারটি নতুন মডেলের স্মার্ট মোবাইল হ্যান্ডসেট বাজারে নিয়ে এলো দেশের অন্যতম প্রযুক্তি পণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেড।

শনিবার (০৪ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এসব ফোনের মোড়ক উন্মোচন করা হয়।

এর মাধ্যমে বাংলাদেশের বাজারে লেনোভো মোবাইলের একমাত্র পরিবেশক হিসেবে নাম লেখায় স্মার্ট টেকনোলজিস।

নতুন এ চারটি মোবাইল হ্যান্ডসেটের মডেল হলো লেনোভো এ ৬০১০, লেনোভো ভাইপ পি১ এম, লেনোভো এ ১০০০ ও লেনোভো ২০১০।

এখন থেকে স্মার্ট টেকনোলজিসের যে কোনো শো-রুমে বিশ্বের নাম করা ব্র্যান্ড লেনোভোর নতুন চারটি মডেলের মোবাইল ফোন কিনতে পারবেন গ্রাহকরা

অনুষ্ঠানের শুরুতে নতুন এসব ফোনের বিস্তারিত তুলে ধরেন লেনোভোর ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলস অপারেশনের  প্রধান রোহিত খাট্টার।

তিনি জানান, লেনোভোর প্রতিটি মোবাইল হ্যান্ডসেট উন্নত প্রযুক্তিতে তৈরি। আধুনিক মান নিশ্চিত হওয়ার পরই সাশ্রয়ী মূল্যে তা বাজারজাত শুরু করা হয়েছে। কেননা সব সময়ই লেনোভো গুণগত মানে বিশ্বাসী।

‘প্রতিটি স্মার্ট ফোনের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে বাংলাদেশের গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখেই এই চারটি ফোন বাজারে উন্মুক্ত করা হলো। ’

স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিস সব সময় চেষ্টা করে বিশ্বের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য দেশের বাজারে সরবরাহ করার। এরই ধারাবাহিকতায় এই চারটি মোবাইল বাজারজাত করা হচ্ছে।

‘দেশের প্রধান জেলাগুলোতে আঞ্চলিক পরিবেশক ও সার্ভিস সেন্টার রয়েছে স্মার্ট টেকনোলজিসের। লেনোভোর এই চারটি পণ্য দেশব্যাপী ২১ জন আঞ্চলিক পরিবেশক সরবরাহ করবেন আর সেবা পাওয়া যাবে ১০টি সার্ভিস সেন্টারে। ধীরে ধীরে এর পরিধি আরও বাড়ানো হবে। ’

অনুষ্ঠানে লেনোভোর ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার সুনীল ভার্মা ও স্মার্ট টেকনোলজিসের টেলিকম জেনারেল ম্যানেজার মো. ইখতিয়ার আহমেদও বক্তব্য দেন।
লেনোভো এ ৬০১০:

মিউজিক ও মাল্টিমিডিয়া ভক্তদের মাতিয়ে রাখবে ৫ ইঞ্চি ওয়াইড ভিউ আইপিএস ডিসপ্লের এই মডেলের ফোনটি। ১৩ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামারার ফোনটি কিনতে খরচ পরবে ১৩ হাজার ৪৯৯ টাকা।

লেনোভো ভাইব পি১ এম:
দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ এ ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম, দুইজিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টার্নাল মেমোরিসহ নানা ফিচার। দাম পরবে ১১ হাজার ৯৯৯ টাকা।

লেনোভো এ ১০০০:
বাজেট সাশ্রয়ী ক্রেতাদের জন্য এই মডেলের ফোনটি খুবই কার্যকর। অ্যান্ড্রয়েড ললিপপ ৫ অপারেটিং সিস্টেম, ডুয়াল সিম, ৫ মেগাপিক্সেল ক্যামেরাসহ নানা ফিচার রয়েছে ফোনটিতে। দাম পরবে ৬ হাজার ৯৯ টাকা।

লেনোভো ২০১০:
৪.৫ ইঞ্চি ফোর জি এলটিআই কানেক্টিভিটি, ডুয়াল মাইক্রো সিম স্লট, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেমসহ অত্যাধুনিক ফিচার রয়েছে। দাম পরবে ৬ হাজার ৯৯৯ টাকা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।