ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউসেপ শিক্ষার্থীদের জন্য রবি’র ‘ইন্টারনেট ফর ইউ’ সেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
ইউসেপ শিক্ষার্থীদের জন্য রবি’র ‘ইন্টারনেট ফর ইউ’ সেশন

ঢাকা: ডিজিটাল জীবনধারায় ইন্টারনেটের ভূমিকা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউসেপের শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি ‘ইন্টারনেট ফর ইউ’ সেশনের আয়োজন করে মোবাইল অপারেটর রবি।
 
অপারেটরটির কর্পোরেট দায়বদ্ধতার আওতায় আয়োজিত এ সেশনটিতে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।

জীবন-মানের উন্নয়নে ইন্টারনেটের কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এ আয়োজন।
 
রোববার (১৯ জুন) রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গে আজকাল সবাই ডিজিটাল জীবনধারা রপ্ত করতে ইন্টারনেট ব্যবহার করছেন। কিন্তু অনেকেই বিশেষ করে তরুণরা ইন্টারনেটের সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে সচেতন না হওয়ায় এ পরিবর্তনের সুফল কাজে লাগাতে পারছেন না। তরুণদের ইন্টারনেট ব্যবহার নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।
 
তাই দ্বায়িত্বশীল অপারেটর হিসাবে কার্পোরেট দায়বদ্ধতার আওতায় ‘ইন্টারনেট ফর ইউ’ নামে কার্যক্রম হাতে নিয়েছে রবি। যাতে তরুণরা প্রযুক্তিভিত্তিক নেটওয়ার্কিং, লার্নিং ও আত্মোন্নয়নের মাধ্যমে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারেন।
 
এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়লসহ রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারগুলোতে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারগুলোতে এ সেশনের আয়োজন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।