ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুই লাখ হ্যান্ডসেট নিয়ে প্রস্তুত রিংগিং বেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
দুই লাখ হ্যান্ডসেট নিয়ে প্রস্তুত রিংগিং বেল

ঢাকা: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গ্রাহকের হাতে পৌঁছানোর অপেক্ষায় বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১’। প্রি-বুকিং দেওয়া গ্রাহকদের কাছে আগামী ৩০ জুন থেকে হ্যান্ডসেটটি পৌঁছানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে নয়দাভিত্তিক স্টার্টআপ কোম্পানি রিংগিং বেল।

অথচ চলতি বছরের ফেব্রুয়ারিতে স্মার্টফোনটি তৈরির ঘোষণা দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। পুলিশি হয়রানিসহ কোম্পানির বিরুদ্ধে এফআইআরও হয়।
   
নয়দার ৬২ নম্বর সেক্টরের অফিসে বেশ আয়েশি ভঙ্গিতে রিংগিং বেলের প্রতিষ্ঠাতা ও সিইও মোহিত গোয়েল বলেন, গ্রাহকদের প্রতিশ্রুতি পূরণে কোম্পানি পুরোপুরি সক্ষম। প্রায় দুই লাখ হ্যান্ডসেট নিয়ে আমরা তৈরি। আগামী ৩০ জুন থেকে প্রথম পর্বের সরবরাহ শুরু হবে।

ফেব্রুয়ারিতে হ্যান্ডসেটটির ঘোষণা দেওয়ার পর ২৫ লাখ হ্যান্ডসেট দেওয়ার পরিকল্পনা ছিল রিংগিং বেলের। যদিও রেজিস্ট্রেশনের দুই দিনের মাথায় ওয়েবসাইট জটিলতার আগে সাত কোটির বেশি হ্যান্ডসেটের প্রি-অর্ডার হয়।

ভুল থেকে ‍আমাদের শিক্ষা হয়েছে, এরপর পণ্য তৈরি না হওয়া পর্যন্ত চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাদের হাতে ৪ ইঞ্চি পর্দার, দুই সিমের হ্যান্ডসেটটি সরবরাহের জন্য প্রস্তুত, এক নিশ্বাসে বলেন মোহিত গোয়ে।

তার তথ্য অনুযায়ী, প্রতিটি হ্যান্ডসেটে ১৪০-১৫০ রুপি ক্ষতি হচ্ছে রিংগিং বেলের। তবে ‘মেক ইনি ইন্ডিয়া’ কার্যক্রমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়ার অংশীদার হওয়ায় বেশ খুশি।

ললিপপ ৫.১ ভার্সনের ৪ ইঞ্চি পর্দার থ্রিজি প্রযুক্তির হ্যান্ডসেটটির ৠাম ১ গিগাবাইট। ১.৩ গিগাহার্জ প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতা। যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

সাদা ও কালো এ দুই রংয়ের হ্যান্ডসেটটির মূল্য ২৫১ রুপি (১ রুপি সমান ১.১৫ টাকা)। প্রতিষ্ঠানটির প্রতি মাসে দুই লাখ হ্যান্ডসেট বিক্রির পরিকল্পনা রয়েছে।

এদিকে, কোম্পানিটি সবচেয়ে কমমূল্যে এলইডি টেলিভিশন ছাড়ার পরিকল্পনা করছে। ‘ফ্রিডম’ নামে ৩২ ইঞ্চি ওই টিভির মূল্য হবে দশ হাজার রুপি। আগামী দু’তিনদিনের মধ্যে অনলাইনে তারা এ টিভি ছাড়বে। তাদের হাতে বর্তমানে টেলিভিশনটির এক লাখ পিস স্টক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।