ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিপিও নিয়ে ‘বাক্য’ প্রতিনিধিদের ফিলিপাইন সফর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বিপিও নিয়ে ‘বাক্য’ প্রতিনিধিদের ফিলিপাইন সফর

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) একটি প্রতিনিধি দল সম্প্রতি ফিলিপাইন সফর করেছে।

ফিলিপাইন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাক্য’র প্রতিনিধিদের এ সফরের উদ্দেশ্য ছিল বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের নানা ধারণা ও অভিজ্ঞতা নিয়ে দু’দেশের মধ্যে মত বিনিময় এবং আগামীতে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ।

বাক্যের সভাপতি আহমাদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটিতে ছিলেন সংগঠনের মহাসচিব তৌহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমিনুল হক, কোষাধ্যক্ষ তানভির ইব্রাহিম, পরিচালক তানজীরুল বাশার, সদস্য ফজলুল হক ও নির্বাহী সমন্বয়কারী আবদুর রহমান শাওন।  

সফরকালে তারা ফিলিপাইন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে বিপিও খাতে উভয় দেশের একসঙ্গে কাজ করার সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

সভায় বাংলাদেশের প্রতিনিধিরা যৌথ বিনিয়োগ ও মালিকানার ভিত্তিতে ফিলিপাইনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ফিলিপাইনের বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে বিনিয়োগ ও কাজ করার আমন্ত্রণ জানান।

পাঁচ দিনের সফরে ফিলিপাইনে বিপিও খাত কিভাবে এগিয়ে যাচ্ছে তা পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা। পাশাপাশি ম্যানিলায় বাংলাদেশের দূতাবাস পরিদর্শন করেন।

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের বিপিও শিল্পের অগ্রগতিতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

দলটি ফিলিপাইনে অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূত মেজর জেনারেল জন গোমেজ (পিএসসি) ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং আগামী বিপিও সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এসজেডএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।