ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চাকরি হারাচ্ছে সিসকো’র সাড়ে ৮ হাজার কর্মী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
 চাকরি হারাচ্ছে সিসকো’র সাড়ে ৮ হাজার কর্মী

ব্যবসায় মন্দা আর ভবিষ্যত কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে বিখ্যাত নেটওয়ার্কিং যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সিসকো থেকে চাকরি হারাচ্ছেন ৮ হাজার ৫শ জন কর্মী। আর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্তটি কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটি।

বুধবার যখন প্রথম এই খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়, তখনও চাকরি হারানোর সংখ্যাটি নিশ্চিত করতে পারেনি কোনো গণমাধ্যম। তাই সেই সময় বলা হয়েছিল সংখ্যাটি হয়ত ৯ হাজার থেকে ১৪ হাজার হতে পারে।

পরে অবশ্য সিসকো নিজেই সিআরএন’কে জানিয়েছে, এ বেলায় তারা সারা বিশ্ব থেকে ৮ হাজার ৫শ কর্মীকে ছাঁটাই করছে। এজন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে পেনশন স্কিম।

কেন হঠাৎ করে ছোট করা হচ্ছে প্রতিষ্ঠানটি উঠে আসা এ প্রশ্নেরও জবাব মিলেছে। যন্ত্রাংশের ব্যবসায় আর কর্তৃত্ব করতে চায় না সিসকো, এবার মন দিতে চায় সফটওয়্যারের দিকে। আর এ জন্যই সফটওয়্যারমুখী হতে প্রতিষ্ঠানটির এটি প্রথম পদক্ষেপ।

এদিকে সিসকো যখন ছাটাইয়ের ঘোষণা দিচ্ছে, তখন তার শেয়ারের মুল্য কিন্তু গত ৩ মাসের তুলনায় ১৫ শতাংশ উর্ধ্বে অবস্থান করছে। এখন এর প্রতিটি শেয়ারের মুল্য ৩১.২৩ ডলার।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।