ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিটকে দেওয়া যাবে বিকেটিটিসি’র ফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
টেলিটকে দেওয়া যাবে বিকেটিটিসি’র ফি

ঢাকা: অনলাইন ও এসএমএস’র মাধ্যমে নিবন্ধন বিষয়ে টেলিটক এবং বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (বিকেটিটিসি) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদের উপস্থিতিতে বুধবার (২৪ আগস্ট) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্যালয়ে এই চুক্তি সই হয়।

চুক্তির ফলে বিকেটিটিসি’র আগ্রহী প্রার্থীরা টেলিটকের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ফি দিতে পারবেন বলে জানা গেছে।

টেলিটকের উপ-মহাব্যবস্থাপক (ভ্যাস) শাকিল আহমেদ এবং বিকেটিটিসি’র পক্ষে প্রকৌশলী মো. সাকাওয়াত আলী চুক্তিতে সই করেন।

অপারেটরটির মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড ভ্যাস) মো. সাহাব উদ্দিন, বিএমইটি’র মহাপরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় বিএমটিএ’র অন্যান্য কার্যক্রমকে ডিজিটালাইজেশনের বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।