ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তরুণদের তারানা, ‘ফ্রাসট্রেট হবেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
তরুণদের তারানা, ‘ফ্রাসট্রেট হবেন না’ ছবি: দেলোয়ার হোসেন বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। পাশাপাশি তাদের ‘ফ্রাসট্রেট’ না হওয়ার জন্যও পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।  

তরুণদের উদ্দেশ্যে তারানা হালিম বলেন, আমরা জানি আপনারা অনেক সময় খুব সহজেই ফ্রাসট্রেট হন, ফ্রাসট্রেট হবেন না। জীবনে চলার পথে আপনারা কেন, আমিও যদি পেছন ফিরে তাকাই বা এখনও যদি দেখি, আমাদের পথও কিন্তু মসৃণ নয়। আমাদেরও অনেক স্পিড ব্রেকার আছে। আমাদের অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়।

তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে দিয়ে তারানা হালিম বলেন, মনে রাখতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ‍আমাদের দেশ দিয়ে গেছেন, সেই সঙ্গে আদর্শও দিয়ে গেছেন। সেই আদর্শগুলোকে যদি সামনে রেখে আমরা অগ্রসর হই, আমরা যতো হোঁচটই খাই, আমরা কিন্তু আমাদের গন্তব্যে ঠিকই পৌঁছে যাব। সেই গন্তব্যে যাওয়ার জন্য আপনারা সব সময় প্রস্তুত থাকবেন। আমাদের সহযোগিতা যতটুকু লাগবে, সেজন্য আমরা সর্বদাই প্রস্তুত...। অামরা হাত প্রসারিত করে আছি।

এ সময় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জিপি অ্যাক্সেলারেটরের দ্বিতীয় ব্যাচ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে গ্রামীণফোন।

গ্রামীণফোনের এই উদ্যোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ছোট ছোট উদ্যোগ, ছোট ছোট বালুকণাগুলো মিলে দীর্ঘ একটি বালুচর গড়ে উঠুক, এক এক বিন্দু পানি দিয়েই একটি মহাসাগর গড়ে উঠুক। সেই মহাসাগরের অংশীদার আমরাও হবো, সেই সাফল্যের অংশীদার আমরাও হবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরাও আপনাদের সঙ্গে আছি।
জিপি অ্যাক্সেলারেটরের দ্বিতীয় ব্যাচে স্থান পেয়েছে ‘ক্র্যামস্টেক’, ‘সোশিয়ান’, ‘সি-মেড’, ‘বাজঅ্যালি’ এবং ‘ঘুড়ি’।

স্টার্ট আপ ব্লগ এসডি এশিয়ার সাথে পার্টনারশিপের মাধ্যমে শুরু হওয়া জিপি অ্যাক্সেলারেটর প্রোগ্রাম বাংলাদেশি টেক স্টার্টআপদের সাহায্য করে আসছে।
 
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) রাজিব শেঠি, এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজুর আর খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-বিলিয়ন ডলার কোম্পানি হওয়ার লক্ষ্য জিপি অ্যাক্সেলারেটরের

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।