ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন ৭ ‘রহস্য’ উন্মোচনের অপেক্ষা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
আইফোন ৭ ‘রহস্য’ উন্মোচনের অপেক্ষা সংগৃহীত

ঢাকা: ‘ঐতিহ্য’ অনুযায়ী অ্যাপলের ‘স্পেশাল ইভেন্ট’ মানেই আইফোনের নতুন ভার্সন উন্মুক্ত হওয়ার ঘটনা। তাই ৭ সেপ্টেম্বর ঘিরে বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীরা তাকিয়ে স্যান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটরিয়ামে।

যেখানে উন্মোচন হতে যাচ্ছে আইফোন ৭ ‘রহস্য’র।

প্রতি বছর আইফোনের নতুন ভার্সন উন্মুক্ত হওয়ার পর প্রযুক্তিবাজারে পরবর্তী ভার্সনের নতুন নতুন ফিচার নিয়ে গুঞ্জন শুরু হয়। সে গুঞ্জন বেগ পায় সেপ্টেম্বর ঘনিয়ে এলে। এ সময়ে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলোর খবর গুঞ্জনে ‘ঘি’ দেয়।

এরই ধারাবাহিকতায় আইফোন ৭ ঘিরে অনেক গুঞ্জনের সঙ্গে পরিচিত হয়েছেন আইফোনপ্রেমীরা। অনেকেই বলছেন আইফোন ৭’র তিনটি ভার্সন ছাড়বে অ্যাপল। আইফোন ৬’র ‘রোজগোল্ড’র মতো ৭-এ ও থাকছে নতুন রং ‘ডার্ক ব্লু’। কেউ কেউ আবার ‘স্পেস ব্ল্যাক’ নামে আরেকটি রংয়ের কথাও বলছে।

প্রযুক্তি বিষয়ক কয়েকটি ওয়েবসাইট বলছে, আইফোন ৭ প্লাসে দু’টি ক্যামেরা ব্যবহার করা হবে। পরবর্তী প্রজন্মের এ-১০ প্রসেসরের পাশাপাশি যুক্ত হতে পারে প্রেসার সেনসেটিভ হোম ‍বাটন। এর ৠাম হবে ৩ গিগাবাইট।

তবে আইফোন ৭ ঘিরে সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি হচ্ছে এতে হেডফোন জেক থাকছে না। দ্বিতীয় একটি স্পিকার সেখানে বসছে। যদিও বিষয়টি নিয়ে আইফোনপ্রেমীরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় এসব সব গুঞ্জনের অবসান হবে বলে আশা করা হচ্ছে।  
  
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।