ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজধানীর সমস্যা সমাধানে ‘স্মার্ট সিটি হ্যাকাথন’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রাজধানীর সমস্যা সমাধানে ‘স্মার্ট সিটি হ্যাকাথন’

বাংলাদেশে এই প্রথমবার আয়োজন করা হয়েছে ‘স্মার্ট সিটি হ্যাকাথন’। প্রেনিউর ল্যাব, গ্রামীনফোন ও হোয়াইট বোর্ড এর উদ্যোগে এই হ্যাকাথন আগামী ১১ থেকে ১২ নভেম্বর গ্রামীনফোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

টানা ৩৬ ঘণ্টার এই স্মার্ট সিটি হ্যাকাথনে তরুণরা তাদের বিভিন্ন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

হ্যাকাথনের রেজিস্ট্রেশন চলবে ৪ নভেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য www.white-board.co এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেখান থেকে টিম বাছাই করে নির্বাচিতদের এসএমএস ও ইমেইল-এর মাধমে অংশগ্রহণের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।

স্মার্ট সিটি হ্যাকাথনের উদ্দেশ্য, প্রতিভাবানদের খুঁজে নিয়ে তাদের বিভিন্ন দিক নির্দেশনা ও রিসোর্স দিয়ে তাদের চিন্তা এবং ধারণাকে বাস্তব রূপ দিতে সহায়তা করা এবং সেসব প্রকল্পকে দেশের বিভিন্ন উন্নয়ন খাতে ব্যবহার করা।

৩৬ ঘণ্টার এই হ্যাকাথনে মোট ২৫টি টিম অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি টিমে সর্বোচ্চ চার জন ও সর্বনিম্ন দুই জন সদস্য দিয়ে টিম গঠন করা যাবে। প্রতিটি টিম ৩৬ ঘণ্টা সময়ব্যাপী তাদের উদ্ভাবনী ধারণাটিকে আইটি সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের আকারে উপস্থাপন করবেন। প্রতিটি টিমের জন্য একজন মেন্টর থাকবেন, যিনি সেই টিমকে তাদের চিন্তাটিকে বাস্তবায়ন করতে গাইড করবেন।

বিজয়ী টিমের জন্য থাকছে সার্টিফিকেট, ক্রেস্টসহ আরও আকর্ষণীয় পুরস্কার।   পুরষ্কারের মধ্যে থাকছে, হোয়াইট বোর্ডের পক্ষ থেকে তিন মাসের ইকো-সিস্টেমের অ্যাক্সেস-সহ কো-ওয়ার্কিং স্পেস সাপোর্ট, হোয়াইট বোর্ড কর্তৃক প্রাসঙ্গিক জ্ঞান ও অ্যাসেট সাপোর্ট, বাণিজ্যিক সুযোগ গড়ে তোলার লক্ষ্যে হোয়াইট বোর্ড কর্তৃক একটি বিশেষ ডেমো, জিপি থেকে ছয় মাসের জন্য মেন্টরশিপ ও কো-ওয়ার্কিং স্পেস সাপোর্ট, প্রিনিউর ল্যাবের পক্ষ থেকে ছয় মাসের জন্য সার্ট-আপ মেন্টরশিপ সাপোর্ট, ও EEE বাংলাদেশ সেকশন থেকে ছয় মাসের মেন্টরশিপ, ডিনেট জাংশনের পক্ষ থেকে আইপিআর এবং ইনকিউবেটর সাপোর্ট, স্পাইডারডিজিটাল (দুবাই) এর পক্ষ থেকে সর্বোচ্চ ২.৫ মিলিয়ন টাকা পর্যন্ত ফান্ডিং এর সুযোগ, আইসিটিবি ভাগের পক্ষ থেকে সর্বোচ্চ ২.৫ মিলিয়ন টাকা পর্যন্ত ফান্ডিং এর সুযোগ দৈনিক ইত্তেফাক ও রেডিও ফুর্তির পক্ষ থেকে মিডিয়া সাপোর্ট।

আয়োজনটির স্ট্র্যাটেজিক পার্টনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আইসিটি ডিভিশন, নলেজ পার্টনার ও EEE বাংলাদেশ সেকশন, ও OT কাউন্সিল ইউরোপ, মিডিয়া পার্টনার, রেডিও ফুর্তি, দৈনিক ইত্তেফাক, Bikroy, কমিউনিটি পার্টনার গুগল ডেভেলপার গ্রুপ, ইউজার হাব, উইমেন টেক মেকারস, ইনভেস্টমেন্ট পার্টনার, স্পাইডার ডিজিটাল (দুবাই)।

তাই উন্মুক্ত এই স্মার্ট সিটি হ্যাকাথনে অংশ নিয়ে দেশের মেধাবীদের উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটানোর সুযোগ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।