ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেরেবাংলা নগর এক্সচেঞ্জের ২ হাজার টেলিফোনের নতুন নম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
শেরেবাংলা নগর এক্সচেঞ্জের ২ হাজার টেলিফোনের নতুন নম্বর

ঢাকা: আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের ‘৮১২’ ও ‘৮১৩’ সিরিজের প্রায় দুই হাজার টেলিফোন নম্বর আগামী ৪ নভেম্বর (শুক্রবার) থেকে পর্যায়ক্রমে আট ডিজিটের নতুন নম্বরের মাধ্যমে পরিবর্তন করা হবে।  
 
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বুধবার (০২ নভেম্বর) এ তথ্য জানান।


 
গ্রাহকদের অবগতির জন্য পুরান নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.btcl.com.bd) দেওয়া হয়েছে।
 
গ্রাহকদের নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোন কলের মাধ্যমে পরিবর্তিত নম্বরের বিষয়ে অবহিত করা হবে।  
 
টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য গ্রাহকরা অফিস চলাকালে ৮১৪২০০০, ৯১১৮৯১৯ এবং ৯১১০৫০০ নম্বরে যোগাযোগ করে জানতে পারবেন।  
 
নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।
 
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।