ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফলাইনে দেখতে ডাউনলোড সেবা নিয়ে এলো নেটফ্লিক্স

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
অফলাইনে দেখতে ডাউনলোড সেবা নিয়ে এলো নেটফ্লিক্স

বিনোদন দুনিয়ায় বেশ পরিচিত একটি নাম নেটফ্লিক্স। নামকরা সব চলচ্চিত্র এবং টিভি সিরিয়াল তৈরি করে দর্শকদের মন জয় করা এই প্রতিষ্ঠানটি এবার তার অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আরও একটি সুখবর।
 

বিনোদন দুনিয়ায় বেশ পরিচিত একটি নাম নেটফ্লিক্স। নামকরা সব চলচ্চিত্র এবং টিভি সিরিয়াল তৈরি করে দর্শকদের মন জয় করা এই প্রতিষ্ঠানটি এবার তার অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আরও একটি সুখবর।

এতদিন যারা নেটফ্লিক্স অ্যাপ ব্যবহার করতে গিয়ে ভাবতেন, ইশ যদি অফলাইনেও চমৎকার এসব বিনোদন অনুষ্ঠান দেখা যেতো তাহলে কত মজা হতো। এবার তাদের অপেক্ষার পালা শেষ হলো।

কেননা নেটফ্লিক্স অ্যাপ’র অফলাইন স্টিমিং সেবাও এসে গেছে। তাই এখন থেকে পছন্দের ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। এজন্য অ্যাপটিতে যোগ করা হয়েছে ডাউনলোড বাটন।

এতদিন নেটফ্লিক্স এই দিকটি থেকে পিছিয়ে ছিল তার সবচেয়ে বড় প্রতিদন্ধী প্রতিষ্ঠান অ্যামাজনের থেকে।

তবে ইউটিউব এ ধরনের সেবা দিয়ে রেখেছে অনেক আগে থেকেই। এবার সেই কাতারে যুক্ত হল নেটফ্লিক্স।

তথ্য মতে, এই মুহূর্তে নেটফ্লিক্সের ৮৭ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এর মধ্যে ৩৯ মিলিয়ন সাবস্ক্রাইবারের বাস যুক্তরাষ্ট্রের বাইরে। ধারণা করা হচ্ছে নেটফ্লিক্সের নতুন উদ্যোগ নি:সন্দেহে আরও মানুষকে কাছে টানবে।

বর্তমানে নেটফ্লিক্সের ঝুলিতে রয়েছে গ্ল্যামার গার্ল, নারকস, সুপারন্যাচরাল, দ্য অফিস, কুংফু পান্ডা, মাষ্টার অব নান, দ্য ক্রাউন, ব্রেকিং ব্যাড, দ্য ফ্ল্যাশ, দ্য ১০০ এবং হোম সহ নামকরা বহু টিভি সিরিজ ও চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।