ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তিন সিমের কুলপ্যাড মেগা ৩

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
তিন সিমের কুলপ্যাড মেগা ৩

তিনটি বিশেষ সিম স্লটের কুলপ্যাড মেগা ৩ উন্মোচন করা হয়েছে। ক্রয় ক্ষমতার উপযোগী এই স্মার্টফোনটি ফোরজি ভিওএলটিই নেটওয়ার্ক সমর্থন করে।

তিনটি বিশেষ সিম স্লটের কুলপ্যাড মেগা ৩ উন্মোচন করা হয়েছে। ক্রয় ক্ষমতার উপযোগী এই স্মার্টফোনটি ফোরজি ভিওএলটিই নেটওয়ার্ক সমর্থন করে।

নানা প্রয়োজনে অনেকেরই একইসাথে তিনটি সিম ব্যবহারের দরকার হয়। চীনভিত্তিক প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কুলপ্যাড সেই বিষয়টি বিবেচনায় রেখে তিন সিম স্লটের এই স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেয়।

৫.৫ ইঞ্চি আইপিএস এইচডি পর্দার কুলপ্যাড মেগা ৩ চলবে মিডিয়াটেক’র চিপসেটে। এতে ২ জিবি ৠাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে। সামনে ও পেছনে থাকছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির দুই স্ন্যাপারের জন্যই দেয়া হয়েছে এলইডি ফ্ল্যাশ।

তবে এর মৌলিক সিমটি ফোরজি ভিওএলটিই সাপোর্ট করে। এছাড়া সংযোগ অপশন নিয়েও থাকছে না চিন্তা, কারণ ব্যবহারকারীরা এতে ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, এ-জিপিএস পাচ্ছেন। ব্যাটারি ক্ষমতা ব্যাটারি।

অন্যান্য তথ্য মতে, ৩০৫০ এমএএইচ ব্যাটারি ক্ষমতার কুলপ্যাডটি গোল্ড, গ্রে এবং হোয়াইট রঙে পাওয়া যাবে।

ভারতীয় মূল্য ৭ হাজার রুপি, টাকায় যার মূল্য ৮ হাজারের উপর হবে।

আগামী ৭ ডিসেম্বর থেকে এটি অ্যামাজনে থাকার কথা রয়েছে। লেনোভো’ও একই মূল্য সীমার তিন সিম স্লটের স্মার্টফোন বাজারে এনেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।