ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কোন ফাইল কোথায়, জানা যাবে মনিটরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
কোন ফাইল কোথায়, জানা যাবে মনিটরে প্রতিমন্ত্রী তারানা হালিম

দাফতরিক কাজে গতি আনতে ‘ফাইল ট্র্যাকিং’ পদ্ধতির উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

ঢাকা: দাফতরিক কাজে গতি আনতে ‘ফাইল ট্র্যাকিং’ পদ্ধতির উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রতিমন্ত্রীর কক্ষের বাইরে স্থাপিত একটি টিভি মনিটরের মাধ্যমে ফাইলের অবস্থান জানা যাবে।

যে কেউ জানতে পারবেন কোন ফাইল কার কাছে, কতদিন ধরে রয়েছে। বিভাগের সংশিষ্ট কর্মকর্তারাও তাদের কম্পিউটারের মাধ্যমে একই তথ্য জানতে পারবেন।

সোমবার (১২ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রতিমন্ত্রী তারানা হালিম এ পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কাজে গতি আনতে নতুন কৌশল নেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কার্যক্রম উল্লেখ করে তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় জনগণের দোরগোড়ায় খুব সহজে এবং দ্রুত সেবা দিতে এটি চালু হয়েছে। এখন থেকে ফাইল চালাচালিতে গোপন কিছুই থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, কার টেবিলে কোন ফাইল কত দিন আটকে থাকে- তা এই মনিটরে ডিসপ্লে হবে। মোবাইল অ্যাপের মাধ্যমেও ফাইল ট্র্যাক করে অবস্থান জানা যাবে।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং কাজে গতি আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পদ্ধতি আগামীতে অনলাইনে সবার জন্য উন্মুক্ত করা যায় কি-না, আইনি বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে অন্য বিভাগেও এই পদ্ধতি চালু কর‍ার পরামর্শ দেওয়া হয়েছে, জানান প্রতিমন্ত্রী।

টেলিযোগাযোগ বিভাগের টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্ট‍া, ডিসেম্বর ১২, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।