ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সায়েন্স কাউন্সিল অব এশিয়ার সভাপতি ড. আমিনুল ইসলাম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
সায়েন্স কাউন্সিল অব এশিয়ার সভাপতি ড. আমিনুল ইসলাম বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, এমিরিটাস প্রফেসর এবং দেশের বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম ২০১৬-২০১৮ মেয়াদে সায়েন্স কাউন্সিল অব এশিয়ার (এসসিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ফিলিপাইনে অনুষ্ঠিত সংস্থার ১৬তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে ড. আমিনুল ইসলামকে এ পদের জন্য নির্বাচন করা হয়।

উল্লেখ্য, সায়েন্স কাউন্সিল অব এশিয়া হচ্ছে এশিয়ার ১৮টি দেশের ৩১টি সংস্থার সমন্বয়ে গঠিত সংগঠন।

সংগঠনটি সদস্য দেশ সমূহের মধ্যে বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে।

বাংলাদেশ একাডেমী অব সায়েন্সস (বিএএস), সায়েন্স কাউন্সিল অব এশিয়ার সদস্য। প্রফেসর ড. আমিনুল ইসলাম বাংলাদেশ একাডেমী অব সায়েন্সস (বিএএস) এর সভাপতি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।     

এছাড়াও তিনি ১৯৯৬-২০০০ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে জুনিয়র লেকচারার হিসেবে যোগদান করেন এবং ১৯৭৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

বিজ্ঞান গবেষণা ও চর্চায়  গৌরবময় ভূমিকা রাখায় ১৯৯১ সালে তাদের স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।