ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পাবনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
পাবনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু পাবনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু-ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলোনায়তনে মেলার উদ্বোধন করেন এটুআই প্রোগ্রামের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিৎ নাগ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মান এবং সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৮টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়।

মেলার স্টলগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা তাদের উদ্ভাবনী নতুন নতুন প্রযুক্তি তুলে ধরেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলা শেষ হবে ১৪ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।