ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নাটোরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
নাটোরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু নাটোরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এনএস কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। উদ্বোধন শেষে তিনি স্টলগুলো ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিজয় বিপ্লব তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, এনএস কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএইচ খালেদ, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুখ।

পরে এনএস কলেজ মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।