ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভোলায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
ভোলায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ভোলায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু-ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুরু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের সরকারি স্কুল মাঠ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়।


 
এর আগে একটি বর্ণাঢ্য র্্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মেলায় সরকারি-বেসরকারি দপ্তরের ৮০টি স্টল রয়েছে। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলায় প্রতিদিন সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।