ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাবিতে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
রাবিতে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে তিনি এ জোনের উদ্বোধন করেন।

এ সময় পলক বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের তথ্য-প্রযুক্তিতে যোগ্য করে তুলতে দেশের প্রায় ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হচ্ছে।

২০২১ সাল নাগাদ সব শিক্ষা প্রতিষ্ঠানে ফাইবার অপটিক মিনিমাম ব্রডব্যান্ড কানেকটিভিটি দিয়ে কানেক্ট করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের একটি কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন পলক। এ সময় তিনি ফ্রি ওয়াইফাই স্থাপনে সহযোগী প্রতিষ্ঠান ‘আমার কোম্পানিজ’ কে ধন্যবাদ জানান।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।