ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন স্মার্টফোন নিয়ে আসছেন অ্যান্ড্রয়েডের সহ প্রতিষ্ঠাতা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
নতুন স্মার্টফোন নিয়ে আসছেন অ্যান্ড্রয়েডের সহ প্রতিষ্ঠাতা ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বের বেশির ভাগ মানুষ যে অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটি সবচেয়ে বেশি ব্যবহার করছেন তার নাম অ্যান্ড্রয়েড। শুধু মোবাইল ফোনের জন্য তৈরি এই অ্যান্ড্রয়েড আসার পর হ্যান্ডসেট ব্যবহারকারীদের প্রচলিত ধারণা যেন পাল্টে গেছে।

বিশ্বের বহৃল জনপ্রিয় এই ওএস’টি যারা তৈরি করেছেন তাদের একজন অ্যান্ড্রি রুবিন। তিনি অ্যান্ড্রয়েডের সহ-প্রতিষ্ঠাতা।


রুবিন এবার চালু করতে যাচ্ছেন নিজস্ব প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান থেকে তৈরি করা হবে একেবারে নতুন ধরণের স্মার্টফোন।

ইতিমধ্যে প্রতিষ্ঠানের নামও ঠিক করে ফেলা হয়েছে। জানা গেছে, ‘অ্যাসেননিয়াল’ নামেই পরিচিত হবে রুবিনের নতুন প্রতিষ্ঠানটি।

তথ্যপ্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত তথ্য মতে, অ্যান্ড্রয়েডের এই সহ-প্রতিষ্ঠাতা অ্যাসেনসিয়ালের সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। আর এই উদ্যোগ সম্পর্কে অচিরেই তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

এদিকে রুবিনের প্রতিষ্ঠান থেকে নির্মিত স্মার্টফোন বিশ্ববাসীর জন্য চমক হয়ে আসছে বলে মনে করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ব্লুমবার্গের রিপোর্টে আরো বলা হয়েছে, অ্যাসেনসিয়াল যে বৈচিত্রের স্মার্টফোট তৈরি করবে তা সরাসরি প্রতিযোগিতা করবে অ্যাপেলের আইফোন, স্যামসাং গ্যালাক্সি এস৭ ও ৮ এবং গুগল পিক্সেলের সাথে।

এছাড়া বিষয়টি নিয়ে প্রাথমিক আলাপও শেষ হয়েছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকনের সাথে। এখন বাজারে আসলেই বোঝা যাবে আসলে নতুন কি চমক থাকছে রুবিনের স্মার্টফোনে।

প্রসঙ্গত, ২০১৪ সালে গুগল ছাড়ার পর একটি স্টার্টআপে রুবিন কাজ করছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। অবশেষে ২০১৭ সালে নিজেই আত্মপ্রকাশ হতে যাচ্ছেন একজন উদ্যোক্তা হিসেবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।