ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪ কোটি শিক্ষার্থীকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
৪ কোটি শিক্ষার্থীকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সময়ের প্রযুক্তি নির্ভর শিক্ষিত তরুণরাই আগামীতে ডিজিটাল বাংলাদেশের নেতৃত্বে দেবে। 

এজন্য সারাদেশে চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট সংযোগের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে তারা গ্লোবাল ভিলেজে সংযুক্ত হয়ে নিজেদের প্রযুক্তিজ্ঞানে যোগ্য হিসেবে গড়ে তুলবে, বলেন প্রতিমন্ত্রী।

 

শনিবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শীতা ও উদ্যোগে ইন্টারনেট সংযোগ এখন সহজলভ্য। শিক্ষিত তরুণরা ইন্টারনেট সংযোগে সংযুক্ত হয়ে সারা বিশ্বকে জানবে, জানবে এদেশের বীরত্ব গাথা- মুক্তিযুদ্ধের ইতিহাস। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবে। অমিত সম্ভাবনার দ্বার হিসেবে ইন্টারনেট সংযোগকে ব্যবহার করতে হবে।  

তিনি বলেন, বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর গুরুত দিচ্ছে। যার জন্য শিক্ষার্থীদের ইন্টারনেটে প্রবেশ জরুরি। তাই বিনামূল্যে শিক্ষার্থীদের ওয়াইফাই ব্যবহারের সুযোগ দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলা। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের কাজ চলছে। এজন্য তরুণ প্রজন্মকে সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, উপাধ্যক্ষ নুরকুতুব উল আলম, আমরা কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি এস এম শাহাদাত রাজীব, সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন রিয়ন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।