ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজ ১০’র ক্রুটির কথা স্বীকার করল মাইক্রোসফট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
উইন্ডোজ ১০’র ক্রুটির কথা স্বীকার করল মাইক্রোসফট ছবি: সংগৃহীত

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে বড় ধরনের ত্রুটি রয়েছে, তথ্যটি মাইক্রোসফট স্বয়ং আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।

মাইক্রোসফটের স্বীকারোক্তি অনুযায়ী বড় ত্রুটির মধ্যে রয়েছে উইন্ডোজটি হালনাগাদের সময় এর উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ কমে যাওয়া এবং একইসাথে এর গোপনীয়তার দিক থেকেও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ হারানো।

বিষয়টি নিয়ে ব্যবহারকারীদের উদ্দেশ্যে এক ব্লগ পোষ্টে মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টেরি মাইরসন বলেছেন, আপনাদের মধ্যে অনেকে আপনাদের তথ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণের দাবি করেছেন।

জানতে চেয়েছেন কিভাবে তথ্য সংগৃহীত হচ্ছে এবং এই তথ্যকে আরও ব্যক্তিগতকরণের সুবিধাই বা কি। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা গোপনীয়তায় নিয়ন্ত্রণ সুরক্ষার জন্য দুইটি নতুন উদ্যোগ গ্রহণ করেছি।

যার একটি মাইক্রোসফট প্রাইভেসি ড্যাশবোর্ড এবং অপরটি প্রাইভেসি ইমপ্রুভমেন্ট ইন দ্য ক্রিয়েটরস আপডেট।

এই উদ্যোগের ফলে উইন্ডোজের আধুনিক ভার্সনটিতে বিরাজমান যে সমস্যা রয়েছে তার সমাধান আসবে বলে আশাবাদী সফটওয়্যার জায়ান্ট।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।