ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভুঁয়া সংবাদ বন্ধে জার্মানীতে ফেসবুকের উদ্যোগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ভুঁয়া সংবাদ বন্ধে জার্মানীতে ফেসবুকের উদ্যোগ ছবি: সংগৃহীত

মাত্র এক সপ্তাহের মধ্যে জার্মানী-ভিত্তিক ফেসবুক প্ল্যাটফর্মকে ভুঁয়া সংবাদের প্রচারণা রুখার উপযোগী করা হচ্ছে।
 

রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম নিজেদের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে। সিদ্ধান্তটি কার্যকরের পর জার্মানীতে অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারে আর হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না ফেসবুকের প্লাটফর্মটিকে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত ফেসবুকের জার্মান ভাষা দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা এ বিষয়ে গত মাসেই এক বিবৃতি দেয়। যখন তারা বলেছিল, যে কোন মুল্যে ফেসবুকে অসত্য সংবাদের প্রচারণা রোধ করা হবে। এ মুহূর্তে সেই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

অবশ্য জার্মানীর বিচার বিষয়ক মন্ত্রী হেইকো ম্যাস অনেক দিন থেকেই ফেসবুককে তাদের এই সিদ্ধান্তের বিষয়ে সতর্ক করে আসছিলেন।

ফেসবুকের এমন সিদ্ধান্তের পেছনে আরেকটি কারণ জার্মানীর আসন্ন নির্বাচন। কারণ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মত জার্মানীতেও ফেসবুক-ভিত্তিক ভুঁয়া সংবাদ প্রচারের আশঙ্কা করা হচ্ছিল। তবে তথ্যের বিষয়ে জার্মানী বরাবরই যুক্তরাষ্ট্রের থেকে বেশী কঠোর অবস্থানে রয়েছে।

চলতি বছরের সেপ্টম্বরে জার্মানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।