ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টিপস অব দ্য ডে

শাহেদ কামাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০
টিপস অব দ্য ডে

কমান্ড প্রম্পট এ কমপিউটারের
তথ্য জানা

ব্যক্তিগত কমপিউটার এর প্রয়োজনীয় তথ্য খুব সহজেই পুরোপুরি জেনে নেওয়া সম্ভব। কাজটি করতে স্টার্ট মেন্যু থেকে রান অপশনে গিয়ে cmd লিখে এন্টার দিলে কমান্ড প্রম্পট আসবে।

এখানে systeminfo লিখে এন্টার দিলেই আসবে কাঙ্খিত তথ্য। এখানে ব্যবহৃত কমপিউটারটির পরিচালিত সময়ও নিবন্ধিত থাকবে।

তথ্যগুলো সংরক্ষণ করতে হলে একইভাবে কমান্ড প্রম্পট খুলে তাতে systeminfo> info.txt লিখে এন্টার দিতে হবে। পরে রান এ গিয়ে info.txt লিখে এন্টার দিলেই তথ্যগুলো একটি নোটপ্যাডে প্রদর্শিত হবে।

..............................................................................

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।