ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ছোট পর্দায় নজর সালমান খানের!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ছোট পর্দায় নজর সালমান খানের! নিজ ব্র্যান্ডের স্মার্টফোন আনছে সালমান

বড় পর্দা থেকে ছোট পর্দায় নজর এখন বলিউড সুপার স্টার সালমান খানের। কারণ এবার তিনি নিজ ব্র্যান্ডের স্মার্টফোন প্রকাশের পরিকল্পনা করছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, নামও ঠিক করে ফেলেছেন তিনি, ‘বিঙস্মার্ট’ ব্র্যান্ড নামের আওতায় বিক্রি হবে তার ফোনগুলো।

স্মার্টফোনের বাজারে কেবল নাম জাহির করার উদ্দেশ্যেই তার ‌এই পরিকল্পনা না।

বিঙস্মার্ট ফোনগুলো হবে খুবই উন্নতমানের। আর যা বর্তমান বাজারের শাওমি, অপো’র মতো সুপরিচিত ব্যান্ড‘র সথে লড়বে।

ইকোনোমিকস টাইমের এক প্রতিবেদনে জানানো হয়, সালমানের এই ব্র্যান্ড এন্ট্রি এবং মিড রেঞ্জের স্মার্টফোনের বাজারে আসছে।

হ্যান্ডসেটগুলো তৈরির জন্য তিনি চীনের প্রস্ত্ততকারী কারখানাকে গুরুত্ব দিচ্ছেন।

এছাড়া বিঙস্মার্ট তৈরির কার্যক্রম পরিচালনার জন্য স্যামসাং এবং মাইক্রোম্যাক্স’র সাবেক কার্য নিবার্হীদের ঠিক করা হয়েছে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছাড়া সালমান খানের বিঙস্মার্ট‘র কারিগরী বৈশিষ্ট্য সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

প্রতিবেদনটিতে যদিও সফটওয়্যার নির্বাচনে সালমানের নিজের পছন্দ থাকবে বলে জানানো হয়েছে।

তবে সালমান অনুসারীরা এ পণ্যটিতে কারম্যাগেডন এবং ডিয়ার হান্টিং গেমস প্রত্যাশা করতে পারেন যা প্রি ইন্সটল থাকবে।

আর দাম হতে পারে ২০ হাজার রুপির নিচে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।