ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রথম ওয়ার্ডপ্রেস কমিউনিটি মিট-আপ অনুষ্ঠিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
প্রথম ওয়ার্ডপ্রেস কমিউনিটি মিট-আপ অনুষ্ঠিত ওয়ার্ডপ্রেস কমিউনিটি মিট-আপে অংশগ্রহণকারীরা

দেশের প্রথম আনুষ্ঠানিক ওয়ার্ডপ্রেস মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ধানমন্ডি কার্যালয়ে বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত এই মিট-আপে যোগ দেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী এবং ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করতে ভালবাসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে এখন আমরা অনেক ই-কমার্স সাইট দেখতে পাচ্ছি এবং এদের অনেকের পছন্দের প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস।

ওয়ার্ডপ্রেস কমিউনিটি মিটআপ খুবই সময়োপযোগী একটি উদ্যোগ। এর ফলে বাংলাদেশে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে।  

ওয়ার্ডপ্রেস ঢাকা মিটআপ কমিউনিটি অর্গানাইজার আবুল খায়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকাতে প্রথমবারের মতো ওয়ার্ডপ্রেস কমিউনিটি মিট-আপ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস কমিউনিটি বাংলাদেশের ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী এবং ওয়ার্ডপ্রেস উৎসাহীদের জন্যে দারুণ একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তারা একে অন্যের সাথে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা, জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে পারবে যা ওয়ার্ডপ্রেসকে এদেশে আরো জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

কমিউনিটির সদস্যদের মধ্যে পরিচিতি, সুসম্পর্ক এবং সক্রিয়তা বাড়ানোর জন্য এখন থেকে প্রতিমাসেই ঢাকার বিভিন্ন প্রান্তে এধরনের মিট-আপ, ওয়ার্কশপ, সেমিনার সহ নানা ধরনের আয়োজন থাকবে বলেও জানান তিনি ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেয়ামত উল্যাহ মহান, নাঈম জামান, সাঈদ রহমান, মানসুরা ইসলাম মীম, আরিফুর রহমান, সাদীদ খন্দকার, শরিফুল আলম পাভেল এবং আফজাল হোসেন।

ওয়ার্ডপ্রেস হলো পিএইচপি এবং মাইএসকিউএল-ভিত্তিক একটি উন্মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিএমএস প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী মোট ওয়েবসাইটের ৬০% ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে ঢাকায় প্রথমবারের মতো মিট-আপ চ্যাপ্টার প্রোগ্রাম চালু হয় এবং স্থানীয় আয়োজক নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে ওয়ার্ডপ্রেসের ঢাকা কমিউনিটির যাত্রা শুরু হয়।

ওয়ার্ডপ্রেস ডেভলপার, ব্যবহারকারী এবং ওয়ার্ডপ্রেসপ্রেমী যে কেউ এই চ্যাপ্টার প্রোগ্রামে যুক্ত হতে পারবেন।

মিট-আপ লিঙ্কঃ https://www.meetup.com/Dhaka-WordPress-Meetup/

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।