ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ধীরগতির ইন্টারনেটে ভোগান্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ধীরগতির ইন্টারনেটে ভোগান্তি ধীরগতির ইন্টারনেট/প্রতীকী ছবি

ঢাকা: সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ধীরগতির ইন্টারনেটে বিঘ্নিত হচ্ছে সেবা। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব ও মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা চরম সমস্যা পোহাচ্ছেন। বিটিসিএল তাদের লাইন ঠিক আছে বললেও বাস্তবে মিলছে না গতি। আর বিএসসিসিএল বলছে সমস্যা অচিরেই ঠিক হবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পক্ষ থেকে ইন্টারনেটের ধীরগতির কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তারা বলছে তাদের লাইন ঠিক আছে।

আর বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বলছে, একটি লাইনে সামান্য ত্রুটি থাকলেও তা ঠিক করা হয়েছে। এখনই ইন্টারনেট সমস্যা কেটে যাবে।  

রাজধানীর বিভিন্ন প্রান্তের ব্যবহারকারী সোমবার (১০ জুলাই) সকাল থেকে মোবাইল ফোনে বিভিন্ন অপারেটরের গ্রাহক ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ করতে থাকেন। কোনো ওয়েবপেজে কমান্ড দিলে শুধুই ঘুরছে। খুলছে না কাঙ্ক্ষিত পেজ।

বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বাংলানিউজকে বলেন, আমাদের লাইনে কোথাও ত্রুটি নেই।

তবে বিএসসিসিএলের একটি লাইনে ত্রুটি হয়েছিল বলে জানান সংস্থার কোম্পানি সেক্রেটারি আব্দুস সালাম খান।

তিনি বলেন, সামান্য ত্রুটি ছিল, সেটা ঠিক হয়ে গেছে। এখন লাইনে কোনো সমস্যা নেই।

বিএসসিসিএল ও বিটিসিএল থেকে বিভিন্ন অপারেটররা ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহক পর্যায়ে সরবরাহ করে।    

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।