ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‌ফোর‌জি নেটওয়ার্কসহ ১শ' এম‌বি‌পিএস স্পিড নি‌য়ে ‘ও‌লো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
‌ফোর‌জি নেটওয়ার্কসহ ১শ' এম‌বি‌পিএস স্পিড নি‌য়ে ‘ও‌লো’ ‌ফোর‌জি নেটওয়ার্ক ১শ' এম‌বি‌পিএস স্পিড নি‌য়ে ও‌লো/ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ঢাকায় পূর্ণমাত্রায় তারহীন চুতর্থ প্রজন্মের এল‌টিই ‌নেটওয়ার্ক দেয়া শুরু ক‌রেছে দে‌শের প্রথম ফোর‌জি ইন্টার‌নেট সেবাদানকারী প্র‌তিষ্ঠান 'ও‌লো'। ও‌লো ব্যহারকারীদের ইন্টার‌নে‌টের গ‌তি এখন ১০০ এম‌বি‌পিএস এ গিয়ে ঠে‌কে‌ছে।

বৃহস্প‌তিবার (১৩ জুলাই) দুপু‌রে গুলশানে হো‌টেল একটি হো‌টেলে আনুষ্ঠানিকভা‌বে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রা‌খেন- ও‌লোর সিইও সা‌র্গেই টেপা‌লোভ, সি‌টিও মিজানুর রহমান, সিএফও ভ্লা‌দি‌মির ম্যাকচুক, হেড অব কমা‌র্শিয়াল নিয়াজ মাহমুদুল ইসলাম।

 

অনুষ্ঠা‌নে তারা ব‌লেন, ফোর‌জি এল‌টিই গ্রাহ‌কের কা‌ছে স‌র্বোচ্চ গ‌তির ইন্টার‌নেট নি‌শ্চিত কর‌বে।  

গত ৪ জুলাই থে‌কে এ যাত্রা শুরু হ‌য়ে‌ছে। এখন প‌রিপূর্ণভা‌বে গ্রাহক এ সেবা পা‌বেন।  

গুলশান, উত্তরা, ধানম‌ন্ডি, বসুন্ধরা, নিকুঞ্জ এবং মোহাম্মদপু‌রসহ ক‌য়েক‌টি নির্বা‌চিত এলাকায় দ্রুত গ‌তির এ সেবা দি‌তে পু‌রোপু‌রি প্রস্তুত। গ্রাহকগণ ও‌লোর মোহাম্মদপুর ও গুলশা‌নের কাস্টমার কেয়ার সেন্টার থে‌কে এ সেবা পে‌তে পা‌রেন।  

ও‌লো ই‌তোম‌ধ্যে পরীক্ষামূলক ভা‌বে সিলেট, য‌শোর, রংপুর, ব‌রিশাল, গোলাপগঞ্জ, ময়মন‌সিংহ এবং মৌলভীবাজারে এ সেবা দিবে।

বাংলা‌দেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭ 
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।