ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ম্যাকাফি কিনে নিচ্ছে ইন্টেল

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০
ম্যাকাফি কিনে নিচ্ছে ইন্টেল

বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক চিপ নির্মাতা ইন্টেল কিনে নিচ্ছে বিখ্যাত নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষর করেছে।

ইন্টেলের মাইক্রোপ্রসেসরে নিরাপত্তা বৈশিষ্ট্যের মানোন্নয়নে এ চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে ইন্টেল সূত্র জানিয়েছে।

চুক্তি অনুযায়ী নগদ ৭৬৮ কোটি ডলারের বিনিময়ে বিক্রি হচ্ছে ম্যাকফি। ইন্টেল সূত্র জানিয়েছে, তারা ম্যাকাফি ক্রয়ে শেয়ার প্রতি ৪৮ ডলার ব্যয় করবে। যা ম্যাকাফির সর্বশেষ লেনদেনকৃত শেয়ারমূল্যের চেয়ে শতকরা ৬০ ভাগ বেশি।

দুটি প্রতিষ্ঠানের যৌথ সূত্রে জানানো হয়, তারা এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে গত ১৮ মাস একত্রে কাজ করেছে। উল্লেখ্য, সম্মিলিত উদ্যোগের প্রথম উদ্ভাবনা আগামী বছর উন্মুক্ত হবে। ল্যাপটপ এবং মোবাইলে ফোনে ব্যবহারযোগ্য মাইক্রোপ্রসেসর উন্নয়নে তারা যৌথভাবে কাজ করবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।