ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নয়া আইফোনের ভিড়েও ৭ খুঁজছেন অনেকে!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
নয়া আইফোনের ভিড়েও ৭ খুঁজছেন অনেকে! গুগল ট্রেন্ডে অ্যাপল ইনকরপোরেশনের আইফোন সার্চ সংক্রান্ত চিত্র

আইফোনের দশক পূর্তি উপলক্ষে গত সেপ্টেম্বরে আইফোন-১০ ও আইফোন-৮-এর দু’টি মডেলসহ তিনটি মডেল উন্মুক্ত করে অ্যাপল। এর মধ্যে আইফোন-৮ ও ৮ প্লাস প্রযুক্তিপ্রেমীদের হাতে পৌঁছেছে। আর নভেম্বরের শুরুতে আসছে ‘প্রতীক্ষিত’ আইফোন ১০।

এতোসব নয়া মডেলে না মজে প্রযুক্তিপ্রেমীদের ‘পুরনো’ আইফোন-৭ এ আগ্রহ দেখানোর চিত্র পাওয়া গেছে।

গুগল ট্রেন্ডে অ্যাপল ইনকরপোরেশনের আইফোন সার্চ সংক্রান্ত এক চিত্রে দেখা যায়, সেপ্টেম্বরজুড়ে আইফোন-৮ প্রযুক্তিপ্রেমীদের সার্চের শীর্ষে থাকলেও অক্টোবরের শুরু থেকেই হঠাৎ করে চিত্র পাল্টে শীর্ষে উঠে এসেছে আইফোন-৭।

আর বাজারে আসার সময় ঘনিয়ে আসায় আইফোন-১০ এর সার্চের চিত্রেও উন্নতি দেখা যাচ্ছে।

এদিকে আইফোনপ্রেমীদের এমন ‘আচরণে’ কিছুটা ‘জটিলতায়’ ভুগছেন সংশ্লিষ্টরা। পুরনো মডেলের সার্চের চিত্র নতুন মডেলের জন্য কি বার্তা তাও বোঝার চেষ্টা করছেন প্রযুক্তিবিদরা!

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।