ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অপেরা মিনির ৫.১ সংস্করণ উন্মোচিত হলো

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জুন ৬, ২০১০
অপেরা মিনির ৫.১ সংস্করণ উন্মোচিত হলো

সম্প্রতি উন্মোচিত হলো মোবাইল ইন্টারনেট ব্রাউজার অপেরা মিনি এর ৫.১ সংস্করণ। ব্রাউজারটি মূলত স্বল্প তথ্য ধারণক্ষমতার মোবাইল ফোনের ব্যবহারযোগ্য করে তৈরি হয়েছে।

সঙ্গে বাড়তি কিছু বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে।  

এ মূহুর্তে অপেরা মিনি বিশ্বের বহুল ব্যবহৃত মোবাইল ইন্টারনেট ব্রাউজারের মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে অপেরা মিনির প্রায় ৬ কোটি ১০ লাখ ভোক্তা আছে। বিশ্বের প্রায় ৩ হাজার মোবাইল ফোন অপেরা মিনি সমর্থিন করে।

কয়েক মাসে আগেই অপেরা মিনির ৫.০ সংস্করণটি উন্মোচিত হয়। তবে ৫.১ সংস্করণ আরও নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে এসেছে। সাধারণত স্বল্প তথ্য ধারণক্ষমতার মোবাইল ফোনগুলোর জন্য সংস্করণটি উপযুক্ত। তাছাড়া এ সংস্করণে অনেকগুলো ওয়েবপৃষ্ঠা একই সময়ে খোলার সুযোগও থাকছে। আর স্ক্রল অপশনটি হয়ে উঠবে আরও আধুনিক।

অপেরা সফটওয়্যারের প্রধান নির্বাহী লারস বোয়েলসেন জানান, অপেরা মিনির নতুন সংস্করণ সব ধরনের মোবাইল ভোক্তার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। কারণ এর প্রধান লক্ষ্যই হচ্ছে প্রত্যেক মোবাইল ভোক্তার যে কোনো স্থানে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং নিশ্চিত করা।

উল্লেখ্য, অপেরা মিনি ৫.১ সংস্করণটি http://m.opera.com ওয়েবসাইট থেকে সরাসরি মোবাইল ফোনে ডাউনলোড করে উপভোগ করা যাবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৫৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।