ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপল স্টোরে আইফোনের ব্যাটারি বিস্ফোরণে কর্মকর্তা আহত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
অ্যাপল স্টোরে আইফোনের ব্যাটারি বিস্ফোরণে কর্মকর্তা আহত আইফোনের ফাইল ছবি

সুইজারল্যান্ডের বৃহত্তম শহর জুরিখে একটি অ্যাপল স্টোরে আইফোনের ব্যাটারি বিস্ফোরণের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে এক কর্মকর্তা আহত হয়েছেন। আর আতঙ্ক ছড়িয়ে পড়ায় খানিক সময়ের জন্য খালি হয়ে যায় স্টোরটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (০৯ জানুয়ারি) বাহনফ্রস্টাসের ওই স্টোরে হঠাৎই একটি ফোন বিস্ফোরণ হয়ে এক কর্মকর্তা আহত হন। এছাড়া আরো সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে কারো অবস্থাই গুরুতর নয়।

জুরিখ পুলিশ বলছে, আইফোনটি অতিরিক্ত মাত্রার গরম হয়ে বিস্ফোরিত হয়। এতে ওই কর্মকর্তার হাতের কিছু অংশ ঝলসে যায়।  

তবে বিস্ফোরণের সঠিক কারণ তারা জানাতে পারেননি। আর কোন মডেলের ফোন বিস্ফোরণ হয়েছে সে তথ্যও জানা যায়নি।

জুরিখ পুলিশ আরো জানিয়েছে, অগ্নিনির্বাপক বাহিনী বালি দিয়ে ঢেকে ব্যাটারিটি সেখান থেকে উদ্ধার করেছে। জুরিখ ফরেনসিক ইনস্টিটিউটের একটি বিশেষজ্ঞ দল বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে।  

তাৎক্ষণিক অ্যাপল এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এসইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।