ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দিনে ১৭৫০০০ শিশু প্রথমবারের মতো অনলাইনে ঢুকছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
দিনে ১৭৫০০০ শিশু প্রথমবারের মতো অনলাইনে ঢুকছে দিনে ১৭৫০০০ শিশু প্রথমবার অনলাইনে ঢুকছে। ছবি সংগৃহীত

ঢাকা: প্রতিদিন এক লাখ ৭৫ হাজার শিশু প্রথমবারের মতো অনলাইন ব্যবহার করছে। তারা যেমন অপার সম্ভাবনার দ্বার খুলছে, তেমনি গুরুতর ঝুঁকির সম্মুখীনও হচ্ছে। 

নিরাপদ ইন্টারনেট দিবসে শিশু এবং তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট রক্ষার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।  

ইউনিসেফ মঙ্গলবার জানিয়েছে, এক লাখ ৭৫ হাজার শিশু প্রতিদিন প্রথমবারের মতো ইন্টারনেটে প্রবেশ করছে।

প্রতি আধা সেকেন্ডে একটি শিশু প্রবেশ করছে। একদিকে, এই ডিজিটাল জগতে প্রবেশের সুবিধা যেমন শিশুদের সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করছে। ঠিক তেমনি ঝুঁকিও বাড়ছে। ক্ষতিকর কনটেন্ট, যৌন হয়রানি এবং অপব্যবহার, সাইবার ঝগড়া এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি রয়েছে।  

ইউনিসেফের ডাটা, রিসার্চ এবং পলিসি বিভাগের পরিচালক লরেন্স চান্ডি বলেন, প্রতিদিন কয়েক হাজার শিশু প্রথমবারের মতো অনলাইনে যাচ্ছে। যা তাদের বিপদের বন্যায়ও ভাসিয়ে নিয়ে যেতে পারে। আমাদের বিষয়গুলো চিহ্নিত করা জরুরি। সুবিধার পাশাপাশি সরাসরি অনলাইনের ক্ষতি সর্ম্পকেও শিশুদের জানাতে হবে।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমএন/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।