ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হবিগঞ্জে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
হবিগঞ্জে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় হবিগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মনীষ চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ এলিয়াছ হোসেন, সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী মেলায় বিষয় ভিত্তিক ৫টি প্যাভিলিয়নে ৫১টি স্টলের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ই-সেবা, ডিজিটাল সেন্টার, জেলা ব্রান্ডিং, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, রুরাল ই-কমার্স, শিক্ষা তরুণদের উদ্ভাবন ইত্যাদি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।