ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিদেশে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
বিদেশে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বাড়ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিদেশের মাটিতে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে বিদেশে যেতে আগ্রহীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলছে  সরকার। 

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন,  বিগত নয় বছরে চলনবিল অধ্যুষিত সিংড়ার মানুষের জীবনমান উন্নয়নে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এজন্য বিদ্যুৎ, যোগাযোগ ও চিকিৎসা সেবা এখন সিংড়াবাসীর দোরগোড়ায়। সিংড়ার তরুণরা এখন ঘরে বসে ফ্রিলান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করছে। ভবিষ্যতে সিংড়ার একজন তরুণ-তরুণীও আর বেকার থাকবে না।  

এ সরকারের আমলে উন্নয়নের সুফল সিংড়ার ঘরে ঘরে পৌঁছে দিতে কার্পণ্য করা হয়নি। বিদ্যুৎসহ বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কে বিএনপি করে আর কে জাতীয় পার্টি করে, তা দেখা হয়নি, যোগ করেন প্রতিমন্ত্রী।

আগামী তিন বছরে সিংড়ায় ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পুনরায় নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।  

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দীন, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, শেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল প্রমুখ।  

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গণপূর্ত বিভাগ ৩০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। চলতি বছরের শেষ নাগাদ কাজটি সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।