ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মধ্যরাতে নতুন ৩ আইফোন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
মধ্যরাতে নতুন ৩ আইফোন! আইফোনের মডেল, ছবি: সংগৃহীত

ঢাকা: এটি এ বছরের এই দিন, যেদিন মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল অনুষ্ঠান করে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেয় তাদের নতুন আইফোন, আইপ্যাড ও ওয়াচের মডেলের সঙ্গে।

বুধবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশে বুধবার দিবাগত মধ্যরাত) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবস থিয়েটারে প্রত্যাশিত এই অনুষ্ঠানটি হবে। তাতে এবার আইফোনের নতুন তিনটি মডেল উন্মোচন করা হবে বলে গুঞ্জন উঠেছিল অনুষ্ঠান নির্দিষ্ট হওয়ার শুরু থেকেই।

অারও পড়ুন>> 

রাত পোহালেই ফুরোবে নতুন আইফোনের অপেক্ষা!

যা যা আছে আইফোনের নতুন ৩ মডেলে!

তিনটি মডেলের মধ্যে আইফোন-১০ এস, আইফোন-১০ এস ম্যাক্স (এ দুইটি ওলেড ডিসপ্লে) এবং ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লের আইফোন (ধারণা- আইফোন-৯) উন্মোচন হতে পারে। আর এই তিন মডেলে সর্বাধুনিক অনেক ফিচারও থাকবে বলে উল্লেখ করেছে নির্ভরযোগ্য প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’।

কি থাকছে আইফোনের নতুন মডেলে?

আইফোনের নতুন ৩ মডেল আসছে ১২ সেপ্টেম্বর!

ভাইরাসের কবলে আইফোন ৯-এ বিলম্ব!

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।