ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফোন চার্জে দিয়ে ঘুমানোর ঝুঁকি 

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
ফোন চার্জে দিয়ে ঘুমানোর ঝুঁকি  ফোন চার্জ দিয়ে ঘুমালে কিছু ঝুঁকি থেকে যায়। ছবি-সংগৃহীত

ফোন এখন আমাদের নিত্যসঙ্গী। তাই এ ডিভাইসে চার্জ না থাকাটা দুশ্চিন্তার কারণও হয়ে দাঁড়ায়। ফলে ফোন সচল রাখতে সাধারণত রাতে অনেকেই চার্জ দেন ডিভাইসটি। প্রশ্ন থেকেই যায়, ফোন চার্জে দিয়ে ঘুমানো কতোটা নিরাপদ?

রাতে ঘুমানোর আগে ওভেন, গ্যাস সিলিন্ডারসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ ও চার্জ থেকে খুলে ঘুমানো উচিত। কেননা এগুলো চালু থাকলে বেশ কিছু ঝুঁকি থেকে যায়।

 

ফোনে চার্জ দিয়ে ঘুমানোর ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়েও বড় ঝুঁকি রয়েছে।  

আবুধাবির পুলিশ এ নিয়ে সর্তকতাও জারি করেছে। তারা বলছেন, সারারাত ফোন চার্জ দিয়ে রাখার কারণে আগুনের সূত্রপাত হতে পারে।  

যদিও এখন স্মার্টফোন ও চার্জারগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে অতিরিক্ত চার্জ ও তাপের কারণে এর থেকে আগুনের সূত্রপাত না হয়। কিন্তু তবুও সঠিক ও অনুপযুক্ত চার্জার ব্যবহার না করলে আগুনের সূত্রপাত হওয়ার ঝুঁকি থেকে যায়।  ফোন চার্জ দিয়ে ঘুমালে কিছু ঝুঁকি থেকে যায়।  ছবি-সংগৃহীত

আবুধবাবির পুলিশ ওয়াটার হিটারও রাতে চার্জার থেকে খুলে রাখার পরামর্শ দিয়েছে।  

গত সপ্তাহে আবুধাবিতে অগ্নিকাণ্ডে আটজনের প্রাণহানির পর এ বিষয়ক সর্তকতা জারি করে দেশটির পুলিশ।  

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।