ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে এলো দেশীয় মোবাইল ‘ফাইভ স্টার’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
বাজারে এলো দেশীয় মোবাইল ‘ফাইভ স্টার’ ফাইভ স্টারের পি৮ মডেলের মোবাইল ফোন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় নিজস্ব কারখানায় তৈরি দেশীয় মোবাইল ‘ফাইভ স্টার’ এখন বাজারে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনটি বাজারে আনা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. অলিউল্লাহ ও ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক কেক কাটেন।  

কোম্পানির চেয়ারম্যান মো. অলিউল্লাহ জানান, কারখানায় বর্তমানে চারটি মডেলের মোবাইল ফোন প্রস্তুত হচ্ছে।

এগুলো হচ্ছে পি৮, জিআর৩, ওয়াই৩ ও জিআর৭। পি৮ ও জিআর৩-এ ১ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ভিজিএ ক্যামেরা, এফএম রেডিও (লাউড), বিগ স্পিকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ১ দশমিক ৭৭ ইঞ্চি। মোবাইল দুটির খুচরা মূল্য ৬৯০ টাকা। এ মডেল দুটিই এখন বাজারে পাওয়া যাচ্ছে।

কেক কাটছেন সংশ্লিষ্টরা-ছবি-বাংলানিউজ
এছাড়া ওয়াই৩ সেটের ব্যাটারি ১৪০০ মিলি অ্যাম্পিয়ার, ভিজিএ ক্যামেরা, এফএম রেডিও (লাউড), বিগ স্পিকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ২ দশমিক ৮ ইঞ্চি। আর জিআর৭-সেটের ব্যাটারি ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার (পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে), বিগ টর্চ, বিগ স্পিকার, এমপি থ্রি মিউজিক প্লেয়ার, ডিসপ্লে ২ দশমিক ৮ ইঞ্চি। এ দুটি মডেলের মোবাইল ফোন আগামী রোববার (৯ ডিসেম্বর) থেকে বাজারে পাওয়া যাবে।

ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক বলেন, সারাদেশে বিভিন্ন জেলায় ২১টি সার্ভিস সেন্টারের মাধ্যমে মোবাইল ফোনগুলোর এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। জানুয়ারি থেকে ফাইভ স্টার উৎপাদিত পণ্যগুলোর তিন মাসের রিপ্লেসমেন্টের সুবিধা দেওয়া হবে। আগামী জানুয়ারিতে কম মূল্যে স্মার্ট ফোন এবং ট্যাবলেট পিসিও বাজারজাত করার আশা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।