ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চারটি ভি-স্যাট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
চারটি ভি-স্যাট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

ঢাকা: লাইসেন্স নবায়ন না করায় চারটি ভি-স্যাট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

এতে বলা হয়, ভি-স্যাট লাইসেসেন্সের শর্তানুযায়ী প্রতিবছর লাইসেন্ন নবায়ন করতে হয়।

কিন্তু ‘অরি ব্যাংক‘, ‘সিঅ্যান্ডএ সোর্সিং ইন্টারন্যাশনাল লিমিটেড’, ‘বাংলাদেশ স্পেস রিসার্স অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন (এসপিএআরআরএসও)’ এবং ‘রিচ সার্ভিস এশিয়া লিমিটেড’ লাইসেন্স নবায়ন করেনি।

বিটিআরসি জানায়, প্রতিবছর ভি-স্যাট লাইসেন্স প্রতিবছর নবায়ন করতে হয়। প্রতিষ্ঠান চারটি লাইসেন্স নবায়ন না করায় তাদের কোনো বৈধতা নেই। এজন্য তাদের লাইসেন্স বাতিল করার নির্দেশনা দেয় বিটিআরসি।

এ প্রতিষ্ঠানগুলোর অধীনে কার্যক্রম অবৈধ এবং সব প্রকার কার্যক্রম অনতিবিলম্বে বন্ধের নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

এছাড়া আগামী একমাসের মধ্যে সরকারের সব পাওনা পরিশোধ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় বিটিআরসি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।